রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:১৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমাঞ্চলীয় টেরনোপিল শহরে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। সেখানে রাশিয়ার হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার একদিন পর জেলেনস্কি এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমাঞ্চলে সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে। 

এদিন একটি ক্ষেপণাস্ত্র শহরের একটি ভবনের উপরের তলাগুলো গুঁড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের উদ্ধারকর্মীরা টেরনোপিলে গতকাল সারারাত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে। এখনো ২২ জন নিখোঁজ রয়েছে।

অনুসন্ধান কার্যক্রমে গতি আনার জন্য বিভিন্ন অঞ্চলের ২০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ২০ জনেরও বেশি লোক এখনো নিখোঁজ রয়েছে। পরিষেবাটির মুখপাত্র ওলেকজান্ডার খোরুনঝি বলেন, ২০ জনেরও বেশি লোকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যতক্ষণ না আমরা কাঠামোটি ভেঙে ফেলি এবং সম্পূর্ণ অনুসন্ধান সম্পন্ন করি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো তথ্য জানাতে পারবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে 
১০