সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

সুনামগঞ্জ-২৮ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স মঈনপুর এলাকায় অভিযান পরিচালনা করেঅ এ সময় পরিত্যাক্ত বাড়ি ও সুরমা নদীতে পরিত্যাক্ত নৌকা থেকে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকাসহ ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস, ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। 

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, জেসিও-১০৫২২ নায়েব সুবেদার রফিকুল ইসলামের সঙ্গে ১৯ জন বিজিবি সদস্য এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহণ করেন। 

এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম স্থলপথের সঙ্গে নৌপথেও অব্যাহত থাকবে। তিনি বলেন, জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০ নভেম্বর বিপিএল নিলাম
শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী, নানা-নানীকে উৎসর্গ করলেন মুশফিক
হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার : আসিফ নজরুল
দিনাজপুর হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর
বেরোবির প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে ভারত
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
১০