তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্কুল উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৩০
ছবি: বাসস

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ নামে সাপ্তাহিক স্কুল উদ্বোধন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্টপোষকতায় এ স্কুলের উদ্বোধন করা হয়।

জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসব সুবিধাবঞ্চিত পথশিশুরা বসবাস করেন তাদের প্রাথমিক শিক্ষা ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে স্কুলটি স্থাপন করা হয়েছে।  

প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থায়ী শিক্ষক হিসেবে রাখা হয়েছে।

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, কোন সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই প্রচেষ্টা তাদের শিক্ষায় অনুপ্রাণিত করবে, যা দেশের জন্যও ইতিবাচক হবে।

স্কুলের পৃষ্টপোষক কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আমরা শিক্ষালয়টি শুরু করেছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্যই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে এখান থেকে ভালো প্রতিক্রিয়া পেলে স্থায়ী অবকাঠামোর কথা ভাবব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ ‘এ’ দল
রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
১০