রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৬:৪২

চট্টগ্রাম (উত্তর), ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার  ‎রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন অটোরিকশায় যাত্রী ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রাজারহাট ইউনিয়নের রানিরহাট ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় রাঙ্গুনিয়া-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং তিনি  রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।‎

ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে  রাশেদ সহ চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়। এটি রানিরহাট ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাশেদ ঘটনাস্থলেই মারা যান এবং বাকী তিনযাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল তৈরির কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি ক্যারিয়ার ফেস্ট ও গবেষণা মেলা ১৪ জানুয়ারি 
তারেক রহমানের জন্মদিনে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি
চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে 
খুলনায় জেলা কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত
আজ ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ৭৪৫ জন
ঝিনাইদহে গাছের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত
১০