নরসিংদীতে কমিউনিটি ক্লিনিকের সেবাদান বিষয়ে সেমিনার

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৩৩
ছবি : বাসস

নরসিংদী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কমিউনিটি ক্লিনিকসমূহের সেবাদান কার্যক্রম আরও জোরদার করতে ও মানোন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সবচেয়ে সফল উদ্যোগ। এ ক্লিনিকগুলোকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত মনিটরিং ও প্রশিক্ষণ জোরদার করতে হবে। তিনি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি সেবার মান বজায় রেখে জনগণের আস্থা বৃদ্ধির আহ্বান জানান।

সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। 

জেলা প্রশাসক বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক অপরিহার্য ভূমিকা রাখছে। সেবার মান বাড়াতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতা।

অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়। 

সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজলভ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন আগামী শনিবার
বাগেরহাটে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত
নারীদের নিরাপত্তায় ৫ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
কলম্বিয়ায় ভাই হারানোর বেদনায় শোকাহত তরুণী
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
দিনাজপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী মনজুরুল ইসলামের গণসংযোগ
গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল
রাশিয়া ও টোগো পরস্পরের ভূখণ্ডে দূতাবাস খুলবে
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
১০