নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত 

বাসস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৫:২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মা কুলসুম বেগম (৩০) সহ আরো একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা ওই ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রূপগঞ্জের ইসলামবাগের একটি বাড়িতে দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেতেন তাদের পরিবার। 

ভূমিকম্পের সময় ফাতেমার মা আতঙ্কিত হয়ে বাড়ির বাহিরে রাস্তায় ফাতেমাকে কোলে নিয়ে আসেন। এ সময় প্রতিবেশী জেসমিন বেগমও (৩৫) ঘর থেকে বের হয়ে সড়কে এসে দাঁড়ান।  এ সময় সড়কের পাশে থাকা একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান এ বিষয়ে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ
সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে
২৫২ রানে এগিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ফলো-অন এড়াতে লড়ছে আয়ারল্যান্ড
দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা
নরসিংদীতে ভূমিকম্পে এক বৃদ্ধ নিহত
১০