ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২০:২৬
ঝালকাঠিতে আজ গ্রাম আদালত বিষয়ে কর্মশালা। ছবি : বাসস

‎ঝালকাঠি, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’- এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলায় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

এ কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. বায়জিদ রায়হান, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আককাস সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন তালুকদারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা সম্ভব হয়। এতে আদালতে মামলা কমবে, জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি
রাজনৈতিক অর্থায়নে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় 
দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আগামীকাল 
বিএমইউতে রেক্টাম-অ্যানাল ক্যানাল রেডিওথেরাপি পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত
রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক
ডেল্টা লাইফের সঙ্গে গ্রুপ লাইফ ইনস্যুরেন্স চুক্তি করেছে বাসস
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
টানা দ্বিতীয় জয়ে শীর্ষে রংপুর
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩১.৫ শতাংশ প্রবৃদ্ধি
১০