
গোপালগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ সোমবার শহরের বড় বাজারে পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ডা. কে এম বাবর তার নির্বচনী সভা-সমাবেশ প্রচার-প্রচারণা তুলে ধরার জন্য অনুরোধ জানান। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।