
ঠাকুরগাঁও, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁওয়ে পাট চাষে কৃষকদের আগ্রহ ফেরাতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উন্নতমানের পাটবীজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার সদর উপজেলা হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ঠাকুরগাঁও।
এতে প্রধান প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ ফারুক আহম্মদ। ঠাকুরগাঁও সদর ইউএনও খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম রনি, পাট অধিদপ্তর দিনাজপুরের কর্মকর্তা অসীম কুমার মালাকার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার প্রমুখ।
প্রশিক্ষণ শেষে নির্বাচিত কৃষকের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও সনদ বিতরণ করেন অতিথিরা।
প্রশিক্ষণে ঠাকুরগাঁওয়ে আবার পাটচাষে কৃষকের ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরে প্রশিক্ষকরা বলেন, পাট একটি অর্থকরী ফসল, পাটের অবদান অনেক। এ জেলায় যেহেতু প্রাকৃতিক পানির উৎস কম তাই পাট জাগ দেওয়া, ধোঁয়া বিশেষ সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আঁশের জন্য নয়, বীজ উৎপাদনে এ জেলা বিশেষ উপযোগী। এটা পরিবেশ সম্মত তাই এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। পলিথিনের বদলে আমাদের দেশে পাটের ব্যবহার বাড়াতে হবে। পাটের পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির ওপর জোর দেয়া হয় প্রশিক্ষণে।
এ সময় পাট চাষীরা পাটবীজ ও পাট উৎপাদনে সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। এছাড়া পাট ভেজানোর আধুনিক প্রযুক্তি ও তাদের পণ্যের ন্যায্যমূল্যের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।