ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে তিন হাজার মামলা, নিষ্পত্তি ৭৭ শতাংশ

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:০৮
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত জেলার গ্রাম আদালতে মোট তিন হাজার ৭২টি মামলা হয়। এ ছাড়া উচ্চ আদালত থেকে আসে আরো ৩২৫টি মামলা । এসব মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৭.৩৮ শতাংশ।

জেলা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় দেওয়া তথ্য অনুসারে, উল্লেখিত ২০ মাস সময়ের মধ্যে গ্রাম আদালতে প্রতিমাসে গড়ে ১৫০টির মতো মামলা হয়েছে। প্রায় ৭৭ শতাংশ নিষ্পত্তি হওয়া এসব মামলার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৯০.৭৪ শতাংশ। ক্ষতিপূরণ আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা।

আদালতে আবেদন করেন মোট ৮৩২ জন নারী। বিচার প্রক্রিয়ায় অংশ নেন ১৫ শতাংশ নারী।  

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালত আরো সক্রিয় করতে সরকার কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সচেতনতা বাড়ালে গ্রাম আদালত আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয় কর্মশালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় প্রেসক্লাব মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণ জরুরি
ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা হবে : ইসি সানাউল্লাহ
ট্রাফিক পুলিশের জরিমানার ক্ষমতাসহ শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা জারি
টাঙ্গাইলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণিজ আমিষ যোগানে প্রাণিসম্পদ খাত এখন প্রতিষ্ঠিত : প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ  
থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ১৩ জনের প্রাণহানি
১০