নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে লিগ্যাল নোটিশ

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৯
ফাইল ছবি

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আজ (মঙ্গলবার) মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার এবং শাহ্ সারোয়ার সালফ শাওনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার; নির্বাচন কমিশনের সচিব; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ই-মেইলে জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। 

কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে দেশের প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে গণতন্ত্র চর্চায় মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিপুলসংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

এমতাবস্থায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে নোটিশ গ্রহীতাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৩ অনুযায়ী প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার বিধান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে প্রতিবন্ধী ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় জাতীয় স্বার্থে নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।  

নোটিশ গ্রহীতারা পরবর্তী ৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ল' এড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অলরাউন্ডার রিজান হোসেন
মার্কিন নিষেধাজ্ঞায় সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার বন্ধের ঝুঁকিতে
নাটোরে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ ২০ জনকে হুইল চেয়ার প্রদান 
ওয়েটিং টাইম শূন্যে, অপারেশনাল দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি করেছে চট্টগ্রাম বন্দর
রাঙ্গামাটির সীমান্তবর্তী গ্রামে বিজিবির চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশি পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৯ চোরাকারবারি আটক
বিনয়ের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে : আমীর খসরু
কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন
তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা
১০