ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯০ মামলা

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:২১

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, চারটি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৮৬ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১ টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, পাঁচটি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ২৪৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, পাঁচটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫ টি বাস, আটটি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৪৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১১৩৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে পাঁচটি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪০০ টি গাড়ি ডাম্পিং ও ১৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

গতকাল ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

এতে বলা হয়,  ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশের সক্ষমতার বার্তা
ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী
ড্যান্ডি ডায়িং : খালেদা-তারেকের মামলা প্রত্যাহার করে নিয়েছে সোনালী ব্যাংক
শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা চাল জব্দ
নড়াইলে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব
রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অলরাউন্ডার রিজান হোসেন
সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে পিরোজপুরে আলোচনা সভা 
মার্কিন নিষেধাজ্ঞায় সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার বন্ধের ঝুঁকিতে
নাটোরে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ ২০ জনকে হুইল চেয়ার প্রদান 
১০