নড়াইলে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৮ আপডেট: : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৫
নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

নড়াইল, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ উৎসবের আয়োজন করে।  

উপজেলা পরিষদ চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক মৌসুমী রানী মজুমদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

পিঠা উৎসবে ১০টি স্টলে দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা, চিতইসহ অন্তত ৩০ প্রকারের পিঠার পসরা সাজনো হয়। পিঠার পাশাপাশি আচার, পায়েস, হাতে তৈরি পোশাক ও রূপ চর্চার পণ্য প্রদর্শন করা হয়। 

এ ধরনের আয়োজনে নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে জানান লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন।

পিঠা উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের
রাজধানীর তেজগাঁও কড়াইল বস্তিতে আগুন
শরীয়তপুরে জলবায়ু সহিষ্ণু ফসল চাষের উপর কর্মশালা
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
সৌদি আরবগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্ম প্রস্তাব
৮ ব্রোকারেজ ও ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের প্রভিশন সমন্বয়ের সময়সীমা বৃদ্ধি
ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
১০