
নাটোর, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের সিংড়া উপজেলায় প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ ২০ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, অসুস্থতা এখন আর কর্মের প্রতিবন্ধক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযোগী কর্মে তাদের নিয়োজিত করতে হবে। তবেই দেশের সার্বিক কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের উন্নয়ন প্রকল্প থেকে এসব হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ইউএনওসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাজনীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।