
চট্টগ্রাম আদালত, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুচ জানিয়েছেন, চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে ৭টি ট্রাইব্যুনাল ধারাবাহিকভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন ও দায়ীদের শাস্তি নিশ্চিতে ট্রাইব্যুনাল আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
আজ মঙ্গলবার পিপি আলমগীর মোহাম্মদ ইউনুচ এসব কথা জানান। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের আন্তরিকতা অনেক বেশি রয়েছে। গত অক্টোবর মাসে মামলা নিষ্পত্তি করা হয়েছে ৩৭টি। মামলার জট কমাতে যেসব মামলার বিচারিক কাজের দৃশ্যমান অগ্রগতি হয়েছে, সেসবের সাক্ষ্যগ্রহণসহ সব ধরনের আইনি কাজ চলমান রয়েছে। এসব মামলা অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশের প্রতিবেদনসহ সাক্ষ্যগ্রহণে সজাগ দৃষ্টি রেখেই বিচারিক কাজ চলছে।
আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ চট্টগ্রামে মোট মামলার সংখ্যা ২ হাজার ৮৫৮টি। এরমধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ২ হাজার ৭৮টি। শিশু মামলা ৭৭৭টি। গত অক্টোবরে এই ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন মামলার নিষ্পত্তি হয়েছে ৩৭টি।