চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে: ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:২০

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের একটি অনুষঙ্গ। এটি মানব জীবনের অস্তিত্বেরও বাহক। তাই এ সেবার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

আজ  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রিন্সিপাল মতবিনিময় সভায় অংশ নেন।

উপাচার্য আধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেডিকেল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। 

দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি
আরও ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো বিএনপি
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ 
আবুধাবিতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক
রেমিট্যান্স প্রবাহে অব্যাহত প্রবৃদ্ধি
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ ও লিফলেট বিতরণ 
ঢাকা থেকে বিশ্ব : কাবাডি বিশ্বকাপ সফল আয়োজনে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
চাঁদপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫
বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে: মির্জা ফখরুল 
১০