টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন উদ্ধার

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৪১
ছবি : বাসস

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় জড়ো হয়েছে বলে  গোয়েন্দা সূত্রে জানা যায়। পরে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিচে অবস্থানরত মোট ২৮ জনকে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

এতে আরও বলা হয়, যৌথ বাহিনী উপস্থিত হওয়ায় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। 

মানব পাচার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অলরাউন্ডার রিজান হোসেন
মার্কিন নিষেধাজ্ঞায় সার্বিয়ার একমাত্র তেল শোধনাগার বন্ধের ঝুঁকিতে
নাটোরে প্রতিবন্ধী ও পক্ষাঘাতগ্রস্থ ২০ জনকে হুইল চেয়ার প্রদান 
ওয়েটিং টাইম শূন্যে, অপারেশনাল দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি করেছে চট্টগ্রাম বন্দর
রাঙ্গামাটির সীমান্তবর্তী গ্রামে বিজিবির চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশি পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে ৯ চোরাকারবারি আটক
বিনয়ের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে : আমীর খসরু
কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন
তারুণ্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা
১০