মাগুরায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫১
মাগুরায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা । ছবি : বাসস

মাগুরা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার মহম্মদপুর উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ, সারের মূল্যতালিকা না থাকা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ প্রভৃতি অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে মেসার্স সাহা ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। এছাড়া সারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সারসহ অন্যান্য পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও প্রদান না করার দায়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেসার্স খাজুরা স্টোরে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স সাহা ফার্মেসিতে বিক্রয়-নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ কমার্শিয়াল প্যাকেটে লুকিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ সংরক্ষণের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০