সাতক্ষীরার দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২
ছবি : বাসস

সাতক্ষীরা, ৬ ডিসেম্বর ২০২৫ (বাসস): যথাযোগ্য মর্যাদায় আজ সাতক্ষীরার দেবহাটা মুক্ত দিবস পালিত হয়েছে। 
দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তন থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বারী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার তাপস দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়েদব কুমার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সহ-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা মাসুদ গাজী। 

এ অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের ম্মৃতি চারন করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০