রাজশাহীতে দরিদ্র ও অসহায়দের আইনি সহায়তার ব্যাপারে গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
ছবি : বাসস

রাজশাহী, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে এক আলোচনায় বক্তারা তৃণমূলের দরিদ্র, অসহায় ও বঞ্চিত নাগরিকদের মামলা নিষ্পত্তি করতে আইনজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিকভাবে আইনি সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় সমানভাবে পাওয়ার দাবিদার। তাই প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত করা উচিত।

আজ শনিবার নগরীতে সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি), আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ পর্যবেক্ষণ উঠে আসে।

রাজশাহীর এসকে ফুড ওয়ার্ল্ডে যৌথভাবে এ সভার আয়োজন করে খান ফাউন্ডেশন, সমতা নারী কল্যাণ সংঘ (এসএনকেএস)। এতে সহায়তা দিয়েছে লেডিস অর্গানাইজেশনস ফর সোশ্যাল চেঞ্জ (লোফস)। সভায় সভাপতিত্ব করেন লোফস-এর নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন।

বক্তাদের মধ্যে ছিলেন এপিপি কানিজ ফাতেমা ও সখিনা খাতুন এবং আইনজীবী দিনা লায়লা, মাহমুদুর রহমান, ইসমত আরা শিলা, আজিজা সুলতানা ও নুসরাত মেহজাবিন।

অসহায় জনগোষ্ঠীর ন্যায়বিচারের জন্য আইনি সহায়তায় মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

বক্তারা জোর দিয়ে বলেন, বঞ্চিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

আইনজীবীরা উল্লেখ করেন, আইনগত সহায়তা সেবায় গতি আনলে এ লক্ষ্য কার্যকরভাবে অর্জন করা সম্ভব।

তারা আরো বলেন, বঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে শুধু বিচার বিভাগ নয়, বরং একটি বিস্তৃত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

তারা আরো বলেন, আইনি সেবা তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ এবং দরিদ্র ও অসহায়দের মৌলিক অধিকার রক্ষা করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০