মোল্লাহাটে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:৫২
ছবি : বাসস

বাগেরহাট, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের মোল্লাহাটে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুুরুষদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় কোদালিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুবল কৃষ্ণ বিশ্বাস।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘বিএনপি সর্বদা দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে অবিচল।

আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার বলেছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এই দেশের অভিন্ন অংশ। তাঁদের ধর্মীয়, সামাজিক ও নাগরিক নিরাপত্তা রক্ষায় বিএনপি সব সময় সজাগ। আজ রাঙ্গামাটিয়া দুর্গা মন্দির থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান এই ঐক্যেরই প্রতিচ্ছবি। আমরা আপনাদের স্বাগত জানাই। 

আপনাদের আস্থা আমাদের জন্য গর্বের।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

যাদের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক লোক বিএনপিতে যোগদান করে তারা হলেন, সুবল চন্দ্র বিশ্বাস, অশোক শিকদার, নির্মল সরকার, শৈলেন গাইন, কিশোর শিকারী, গোপাল মন্ডল, বিকেন্দ্র নাথ বিশ্বাস ও দেবদাস মহরী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০