শ্রমিকদল নেতা আলাউদ্দিন খানের দাফন সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১০
আলাউদ্দিন খান । ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষু খামার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

৮৫ বছর বয়সে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্যরাত ১ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আলাউদ্দিন খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঠাকুরগাঁও সুগারমিলসে দীর্ঘদিনের কর্মজীবনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ চিনি শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক আইন ও দর কষাকষি সম্পাদক ছিলেন। 

এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সদস্য, রাজশাহী লেবার কোর্টের সাবেক সদস্য এবং জেলার অনেক শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছিলেন। 

বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা ও ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক রতন খানের বাবা তিনি।

দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান টেলিফোন যোগে মরহুমের পরিবারের কাছে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজজ রোববার বাদ আছর গোবিন্দনগর ইক্ষুফার্ম সংলগ্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য মরহুমের স্বজন, শুভ্যানুধায়ী, সহকর্মীসহ ঠাকুরগাঁওবাসীর প্রতি আহবান জানিয়েছেন তাঁর পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০