লক্ষ্মীপুরে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০
ছবি : বাসস

লক্ষ্মীপুর,৭ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলার চন্দ্রগঞ্জের বাধেঁর পোল এলাকার একটি কবরস্থান থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। 

আজ  রোববার সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এই অস্ত্রগুলো উদ্ধার করে। তবে অস্ত্র উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারনা, এই অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্যেই অস্ত্র ব্যবসায়ীরা জেলার চন্দ্রগঞ্জ-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল,পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় তারা।

পুলিশ ও স্থানীয়রা জান্য়া, দীর্ঘদিন ধরে একটি চক্র চন্দ্রগঞ্জ ও আশপাশ এলাকায় ব্যবহার করে আসছিল। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। সেখানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র তৈরির জিনিসপত্র উদ্ধার করে। তারই ধারাবাহিকতা ৫টি রাইফেল ও একটি এলজি বিক্রি করার জন্য এই এলাকায় জড়ো হয়। এখবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে অস্ত্রগুলো কবরস্থানে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. ঘটনাস্থল থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়।  এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। অস্ত্রগুলো পুরোপুরি নতুন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০