কুমিল্লায় পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫
ছবি : বাসস

কুমিল্লা, ৭ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলার  তিতাস উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। 

এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।

পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

আজ ভোরে জেলার তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি জানান, যৌথবাহিনীর অভিযানে আটককৃত আসামী, উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০