বরিশালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
ছবি : বাসস

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আজ রোববার জেলা দুর্যোগ ব্যবস্থাপনার ওপর একটি সম্মিলিত মহড়ার আয়োজন করা হয়েছে। 

মহড়ায় সাত পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকৃত মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। 

উল্লেখ্য, সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য গত ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মোট তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত ১২০ জন ব্যক্তিবর্গকে বিষয়ভিত্তিক আলোচনা ও কর্মশালার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নিরূপণ, কার্যপ্রণালী প্রণয়ন ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সাধনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থেকে অংশগ্রহণকৃত ৩৭৫ জন মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও ছাত্র ছাত্রীদেরকে গত ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের ওপর মাঠ পর্যায়ে বিভিন্ন দল ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০