ইসির ৯১৫ টন চাহিদার বিপরীতে কেপিএম হতে ইসিতে গেল ৫৩১ মেট্রিক টন কাগজ

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩
ছবি: বাসস

রাঙ্গামাটি, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে ইসির ৯১৫ টন চাহিদার বিপরীতে কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) হতে ইসিতে ৫৩১ মেট্রিক টন কাগজ পাঠানো হয়েছে।

বাকি ৩৮৪ মেট্রিক টন কাগজ ডিসেম্বরের মধ্যেই পাঠানো হবে বলে বাসসকে নিশ্চিত করেছেন, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। 

যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১ টাকা।

কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক বাসসকে আরো জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ ও গোলাপি কালার কাগজের চাহিদাপত্র দিয়েছে। ডিসেম্বর এর মধ্যে এই কাগজ সরবরাহের জন্য বলা হয়েছে। ইতোমধ্যে আমরা সিংহ ভাগ কাগজ সরবরাহ করেছি।

আশা করছি ডিসেম্বরের মধ্যে বাকি কাগজ সরবরাহ শেষ করা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিল হতে চলতি অর্থ বছরে ৯ শত ১৫ মেট্রিক টন কাগজের চাহিদাপত্র দিয়েছে বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও)। বিএসও হতে নির্বাচন কমিশন এই কাগজ কিনে নিয়ে ব্যালট পেপার ছাপবে।

কর্ণফুলি পেপার মিলে কাগজ উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন। যা কাপ্তাই হ্রদ থেকে ব্যবহার করা হয়। 

কর্তৃপক্ষ জানান, কাগজ ছাপানোর তিনটি মেশিনের মধ্যে বর্তমানে একটি মেশিন চালু আছে। একটি মেশিনে দিনে ২৫ থেকে ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০