কুড়িগ্রামে প্রান্তিক কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ শুরু

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫
সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো মৌসুমের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : বাসস

কুড়িগ্রাম, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো মৌসুমের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাফিকা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার কিশোর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে উফশি ও হাইব্রিড জাতের বোরো ধানের বীজ এবং সার বিতরণ করা হবে। এর মধ্যে ৫০০ জন কৃষককে ৫ কেজি করে উফশি জাতের ধান বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। ১ হাজার ২০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে।

কৃষি কর্মকর্তারা জানান, এ প্রণোদনা কৃষকদের বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
১০