সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২
আজ সুনামগঞ্জে নাগরিক সমাবেশ । ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন’ স্লোগানে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর) উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আজ সোমবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।  

স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন ভোক্তা অধিকারের আব্দুল আউয়াল, ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম লিটন, শিক্ষক লিপন, মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক কর্ণ বাবু দাস, সোহানুর রহমান, স্কাউট লিডার রাজিব, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও রেস্টুরেন্ট মালিকগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌরসভা ৩২ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত। ক্লিন সুনামগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর সভার পাশাপাশি নাগরিকদেরকেও সচেতন হয়ে শহর ও পাড়া, মহল্লা পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হতে হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০