লালমনিরহাটে বিজিবির পৃথক অভিযানে মোবাইল ডিসপ্লে ও মাদক জব্দ

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১২
লালমনিরহাট সীমান্ত এলাকায় বিজিবি পৃথক তিনটি অভিযানে মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় এস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করে। ছবি: বাসস

লালমনিরহাট, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সীমান্ত এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) পৃথক তিনটি অভিযানে মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় এস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার ও আজ সোমবার ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় বিজিবির টহলদল তিনটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। রোববার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল এক সন্দেহজনক ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে তল্লাশিতে ৫৭৬টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

রাতে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপির টহলদলও এস্কাফ সিরাপ জব্দ করে। একই রাতে অনন্তপুর বিওপি-সংলগ্ন হাজিটারি এলাকায় বিজিবি টহলদল চোরাকারবারিদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আজ ভোরে আদিতমারী উপজেলার খামারপাতি এলাকায় বুড়িরহাট বিওপির টহলদল চোরাকারবারিদের গতিবিধি টের পেয়ে চ্যালেঞ্জ করলে তারা সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মোবাইল ডিসপ্লের সিজার মূল্য ১২ লাখ ৮৩ হাজার ২০০ টাকা, এস্কাফ সিরাপের সিজার মূল্য ৪৭ হাজার ৬০০ টাকা এবং গাঁজার সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
তফসিলকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বিএনপি’র আনন্দ মিছিল
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
১০