খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮
সোমবার টাঙ্গাইল পৌরসভার সন্তোষে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : বাসস

টাঙ্গাইল, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সন্তোষে পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।

তিনি বলেন, অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০