রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল জরিমানা

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।  

রোববার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে আটক করে জেল ও জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ইয়াকুব আলী সেখ (২১) এবং সিহাব আলী সরকারকে (২২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সুমন মোল্লা এবং ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে কৃষিজমির ক্ষতি ও পরিবেশ ধ্বংসের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০