কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূলে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬
ছবি : বাসস

 কুড়িগ্রাম, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ২টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কুড়িগ্রাম ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করে।

ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মশালায় ফিস্টুলা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ল্যাম্বের জেলা ফ্যাসিলিটেটর (ফিস্টুলা) মঞ্জু আরা বেগম। তিনি রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। মাঠপর্যায়ের কাজকে আরও ফলপ্রসূ করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমসহ সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরী। চলতি ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকরা ফিস্টুলা নিয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার আশ্বাস দেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০