বরিশালে বিভাগীয় বইমেলা শুরু ৩০ ডিসেম্বর 

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২১
ছবি : বাসস

বরিশাল, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আগামি ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ০৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বরিশাল বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়। 

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব, জেলা কালচারাল অফিসার তানভীয় আহমেদ প্রমুখ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামি ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ০৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নগরীর বেলস্ পার্কে বরিশাল বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। এ বইমেলা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এবং ছুটির দিনে বেলা ১১ টা থেকে রাত ১০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল থাকবে। 

সভায় আরও জানানো হয়, বিভাগীয় বইমেলা আনন্দময় করতে দর্শকদের জন্য বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহনে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০