বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় মুক্ত দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
ছবি : বাসস

কুমিল্লা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ ৮ ডিসেম্বর কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো কুমিল্লা মুক্ত দিবস। 

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দীর্ঘ নয় মাসের দখল ও নির্যাতনের বিপরীতে মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের পর কুমিল্লা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে নগরীর টাউন হলে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়া এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে জানান, পাকিস্তানি বাহিনীর নৃশংস দমন-পীড়নের বিরুদ্ধে কুমিল্লার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন। সেই বীরোচিত লড়াইয়ের ফলেই ৮ ডিসেম্বর কুমিল্লা স্বাধীনতার পতাকা উড়ায়। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন বলে জানান। 

দিবসটি উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা নগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মো. রেজা হাসান টাউন হলে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। 

মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, বইমেলা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০