সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ 

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
ছবি : বাসস

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাতদের কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ডাকাতদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া, পৃথক এক অভিযানে হরিণের মাংসসহ চারজন শিকারিকে আটক করা হয়েছে। 

আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্ধর্ষ ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে জানতে পেরে গতকাল রোববার রাত ৮ টায় বিশেষ অভিযান চালায় কয়রা কোস্ট গার্ড স্টেশন। অভিযানে এই এলাকা থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত ‘দুলাভাই বাহিনী’র কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়। 

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কয়রা কোস্ট গার্ড স্টেশন। অভিযানে এই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ চারজন হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০