বাগেরহাটের হরিসভা মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা 

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮
ছবি : বাসস

বাগেরহাট, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৫টায় খড়মখালী হরিসভা মন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলার শাখার উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কাশীনাথ বৈরাগীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, ফ্রন্টের সদস্য সচিব অনুপম সাহা, চিতলমারী হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি সন্দীপ বিশ্বাস, সদস্য সচিব কৌশিক বৈরাগী, হরিসভা মন্দির কমিটির সভাপতি খোকন মন্ডল ও সাধারণ সম্পাদক সুকুমার ঘটকসহ আরো অনেকে।

প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মন্দিরের পুরোহিত মিলন ভট্রাচার্য প্রার্থনায় বলেন, ‘আজ এই পবিত্র মন্দির প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানাতে। ঈশ্বরের অশেষ করুণায় তিনি যেন শিগগির সুস্থ হয়ে উঠতে পারেন।’

তিনি আরো বলেন, ‘মানবতার কল্যাণই সব ধর্মের মূল শিক্ষা। সেই চেতনা থেকে আমরা প্রার্থনা করছি— দায়িত্বশীল এবং জনসমর্থিত একজন নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ হোক। হে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি দয়ার সাগর—আপনার আশীর্বাদে বেগম খালেদা জিয়া যেন রোগমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরে পান।’

মিলন ভট্রাচার্য বলেন, ‘আজকের এই শান্ত পরিবেশে আমরা সবাই মনের গভীরতা থেকে তাঁর সুস্থতা কামনা করছি। সব বাধা দূর হোক, সব দুঃসময় কাটুক— এটাই আমাদের প্রার্থনা। মানবতার জয় হোক— অসুস্থতার ওপর সুস্থতার জয় হোক। বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন, এই কামনা করি ঈশ্বরের কাছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০