চাঁদপুর মুক্ত দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫০
ছবি : বাসস

চাঁদপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ চাঁদপুর মুক্ত দিবসে বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
চাঁদপুর মুক্ত দিবসে (৮ ডিসেম্বর) আজ সোমবার সকাল ১০টায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’ -এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। 

পরে, পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, চাঁদপুর প্রেসক্লাব, সরকারি অন্যান্য দপ্তর এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর একই স্থানে সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়েছিল। ওইদিন সদর মডেল থানার সামনে বিএলএফ বাহিনীর প্রধান মরহুম রবিউল আউয়াল কিরণ চাঁদপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত
ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ আটক ২
দেশের মানুষ গণতন্ত্রের সু-বাতাস পাওয়া শুরু করেছে : সুলতান সালাউদ্দিন টুকু
নির্বাচনী কর্মকর্তার কাছে সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
কিছুদিন পরে হয়তো বলবে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা : সালাহউদ্দিন
রাজধানীতে রিকশাচালকদের ফ্রি ফার্স্ট এইড কিট বিতরণ
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
১০