ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী উইন্টার স্কুল শুরু

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর উদ্যোগে এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, আন্তর্জাতিক ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) ও ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউট-এর যৌথ সহযোগিতায় চার দিনব্যাপী উইন্টার স্কুল কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ঢাবির এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং বিআইআইটি’র একাডেমিক ফেলো ড. মুমতাহিনা।

সভায় অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিআইআইটি’র উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শুরু হওয়া এই উইন্টার স্কুল বিশ্ববিদ্যালয়-সমাজ সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ আয়োজন জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সরকারি সহায়তায় পরিচালিত হতে পারে না, সমাজ ও বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণই বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করে। এ ধরনের উদ্যোগ সেই সংযোগকে আরো বিস্তৃত করে।

তিনি জানান, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশেষজ্ঞদের অংশগ্রহণ এ আয়োজনের গুরুত্বকে আরো সমৃদ্ধ করেছে। টপিকগুলো কিছুটা জটিল মনে হলেও নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, জ্ঞান অর্জনে ধারাবাহিক প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

চার দিনব্যাপী এ উইন্টার স্কুলে জ্ঞান-বিনিময়, গবেষণাধর্মী আলোচনা এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলির ওপর বিভিন্ন সেশন আয়োজন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৭০টি মামলা ডিএমপির
প্রধান বিচারপতির সাথে জার্মান রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
৫০ কিংবদন্তী খেলোয়াড়ের নাম প্রকাশ করলো বিকেএসপি
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির প্রথম জাতীয় গণনা প্রকাশ করল আইওএম
বিপিএল খেলার জন্য ৯ খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি
ডিএসইতে আজ ৫৩৩ কোটি টাকার লেনদেন, ২২৭ কোম্পানির দরপতন
ভোলায় কোস্টগার্ডের ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক কর্মশালা 
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান
মালয়েশিয়াগামীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়: ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা
১০