
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।
আজ বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৫টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ৩২টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ২৬২ টি মামলা হয়েছে।
তেজগাঁও-তে ৫টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ২২১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ২৫৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে।
উত্তরাতে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।
রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৪টি গাড়ি ডাম্পিং ও ১৭২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।