মানবাধিকার দিবসে ফেনীতে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯
আজ বুধবার সকালে ফেনী প্রেসক্লাবে অধিকার এর আয়োজনে মতবিনিময় সভা। ছবি : বাসস

ফেনী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কর্মীদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। 

আজ বুধবার সকালে ফেনী প্রেসক্লাবে অধিকার এর আয়োজনে মতবিনিময় সভায় এমন আহ্বান জানানো হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।

অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, জাসাস ফেনী শাখার সভাপতি সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন।

সভায় বক্তব্য দেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, ২৪ এর আন্দোলনে জুলাইযোদ্ধা মো. আবুল হাসান শাহীন, রিপনের ভাই মাহফুজুর রহমান শিপু প্রমুখ।

সভায় রিপনের চাচা ওহিদুর রহমানসহ সাংবাদিক, মানবাধিকার সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

এ সময় মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম বলেন, দশ বছর আগে আমার ছেলে মাহবুবুর রহমান রিপনকে ঘুম থেকে ডেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়।

আজও তার হদিস মেলেনি। আমার ছেলেসহ গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ মানবাধিকার হরণকারীদের বিচার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর : সৈয়দা রিজওয়ানা হাসান
নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন 
আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন
কর-জিডিপি অনুপাত বাড়ানো ও কর প্রশাসন আধুনিকায়নে অর্থ উপদেষ্টার গুরুত্বারোপ
মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা
ময়মনসিংহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করার উদ্যোগ
নওগাঁয় ১৬০ বস্তা সরকারি সার জব্দ
১০