কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করার উদ্যোগ

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১
আজ সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান প্রশাসক মে. শাহ আলম। ছবি: বাসস

কুমিল্লা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনস্থ সব অফিস ও প্রাঙ্গণকে শতভাগ তামাকমুক্ত পরিবেশ ঘোষণার কার্যক্রম শুরু করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তামাকমুক্ত অফিস পরিচালনা সময়ের দাবি বলে মত দিয়েছেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মে. শাহ আলম।

আজ সকালে সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) ও তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ)’র যৌথ উদ্যোগে “তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি তার এ উদ্যোগের কথা জানান।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারের ক্ষতি নিয়ে নতুন করে ভাবনার সুযোগ নেই। সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি অফিস, সেবা কেন্দ্র ও জনসমাগমস্থলকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তায় দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

আয়োজিত সভায় তামাকের স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি এবং পরিবেশগত প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক হাসানুল হাসিব আল গালিব। 

তিনি বলেন, অফিস এলাকায় ধূমপানের কারণে অধূমপায়ীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদে শ্বাসযন্ত্র, হৃদরোগসহ নানা জটিলতা সৃষ্টি করে।

বক্তারা জানান, প্রতিদিন সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে বিপুল সংখ্যক সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের উপস্থিতি থাকে। এ ধরনের জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণ করা না গেলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। তাই কর্মপরিবেশ ও সেবাপ্রাপ্তদের নিরাপত্তা নিশ্চিতে অফিসসমূহকে তামাকমুক্ত এলাকা ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে।

সভায় আরো উল্লেখ করা হয় যে, ইতোমধ্যে দেশের কয়েকটি সিটি কর্পোরেশন ও বিভিন্ন সরকারি দপ্তর সফলভাবে তামাকমুক্ত অফিস ব্যবস্থা চালু করেছে। কুমিল্লায় এ উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডমিন অফিসার সাইফুল ইসলাম, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পারভীন হাসান ও প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা রনি। সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কার বিষয়ে সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা
নরসিংদীতে ৩ নারী পেলেন জয়িতা প্রদক
খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার 
নির্বাচনের তফসিল : বিটিভি-বেতারে সিইসির ভাষণ রেকর্ড
সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব
নীলফামারীতে ৩ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
রাজধানীতে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
পাকিস্তানের একটি ভিডিওকে বাংলাদেশের বলে ভারত থেকে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
রাজশাহীতে পুলিশের  অভিযানে গ্রেফতার ২১
১০