বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
অভিযুক্ত বগুড়া শহরের আটপাড়া এলাকার হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার গোকুল এলাকার জাকারিয়া(২২)। ছবি : বাসস

বগুড়া, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে বিভিন্ন মেয়াদে জেলসহ দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কালিতলা এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-১২।

অভিযুক্তরা হলেন, বগুড়া শহরের আটপাড়া এলাকার হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার গোকুল এলাকার জাকারিয়া(২২)। এর মধ্যে হেলালুজ্জামান ও রফিকুল ইসলামকে ৩০দিনের এবং জাকারিয়াকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া হেলালুজ্জামানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

ফিরোজ আহমেদ বলেন, শহরের কালিতলা এলাকায় পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

অভিযানের সময় ২৬ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকার ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর : সৈয়দা রিজওয়ানা হাসান
নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন 
আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন
কর-জিডিপি অনুপাত বাড়ানো ও কর প্রশাসন আধুনিকায়নে অর্থ উপদেষ্টার গুরুত্বারোপ
মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা
ময়মনসিংহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত করার উদ্যোগ
নওগাঁয় ১৬০ বস্তা সরকারি সার জব্দ
১০