জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫
ছবি: বাসস

মোহাম্মদ নুর উদ্দিন

হবিগঞ্জ, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনসহ সর্বস্তরের লোকজন স্বাগত জানিয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসবমুখর মনোভাব তৈরি হয়েছে। তফসিলের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া দেশের জনগণ এবার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশাবাদ নানা শ্রেনি পেশার লোকজনের।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন র্প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল ঘোষণার পর পরই হবিগঞ্জের ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তফসিল কে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) এর সভাপতি শামছুল হুদা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তফসিল ঘোষণায় আমরা ব্যবসায়ীরা আনন্দিত। আমরা আশাকরি আগামী নির্বাচন হবে দেশের সবচেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন। যারাই ক্ষমতায় আসবে তারা ব্যবসায়ীদের নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা রাখি। 

এ ব্যাপারে রিক্সাচালক হাসান মিয়া জানান, বিগত ৩ নির্বাচনে কোন ভোট দিতে পারি নাই। এবার মনে হয় কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারবো।

ফল ব্যবসায়ী রহিম মিয়া জানান, আমরা আশাকরি এবার নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এবং জনগণের নির্বাচিত সরকার গঠন হবে।

জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, তফসিল ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার গণতান্ত্রিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। আমরা স্বাগত জানাই। আমরা আশাবাদী দেশে একটি সুন্দর, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা জামায়াত সেক্রেটারী কাজী মহসিনা আহমেদ জানান, নির্বাচনী তফসিল আমরা স্বাগত জানাই। সময়মত তফশীল ঘোষণা করায় আমরা খুশি। আমরা আশাবাদী দেশের জনগণের ভোটাধিকার বর্তমান সরকার নিশ্চিত করবে আগামী নির্বাচনে।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে। তফসিল এ্র মাধ্যমে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে।

তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট শাসনের অবসানের পর দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মোহাম্মদ ইউনুছের নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী আগামী নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ ও সুন্দর পরিবশে অনুষ্ঠিত হবে। দেশের মানুষ অধির আগ্রহী হয়ে উঠছে আগামী নির্বাচনে তাদের নিজ নিজ ভোট পছেন্দের প্রার্থীকে প্রদান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০