
নরসিংদী, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্মরণ সভায় সভাপতিত্ব করেন।
পলাশ উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন মিল্টনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন বকুল, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাব্দার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহান শাহ শানু, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ও পলাশ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ প্রায় এক হাজার নেতাকর্মী।
বক্তারা স্মরণ সভায় মরহুম আবদুল মোমেন খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নরসিংদীর আধুনিকায়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সাথে তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া প্রার্থনা করেন।
সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।