খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩
আজ বিকাল ৩টায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ছবি: বাসস

নরসিংদী, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩টায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান স্মরণ সভায় সভাপতিত্ব করেন।
পলাশ উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন মিল্টনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাখাওয়াত হোসেন বকুল, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাব্দার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহান শাহ শানু, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ও পলাশ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ প্রায় এক হাজার নেতাকর্মী।

বক্তারা স্মরণ সভায় মরহুম আবদুল মোমেন খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নরসিংদীর আধুনিকায়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সাথে তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া প্রার্থনা করেন।

সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০