শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ জানুয়ারি, ২০২৩ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার।
রোববার দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এরপর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মাহমুদুল হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, সদস্য পরিচালক মো. মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (নির্মাণ) সুলতান আহমেদ, প্রধান প্রকৌশলী (সওকা) স্বপন কুমার হালদার, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) পরিতোষ কুমার কুন্ডু।
এসময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, গোপালগঞ্জের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, নিটুল রায়, জামাল উদ্দিন, সঞ্জয় কুমার কুন্ড প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ওয়াহিদা আক্তার সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।