আজ পবিত্র শবে মেরাজ

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ।

মেরাজের ঘটনা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।

এই ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)।

ইসলামের ইতিহাস-অনুযায়ী মুহাম্মাদ (সা.) এর নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দের এক রাতে তিনি কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত 'বায়তুল মুকাদ্দাস' বা আল-আকসায মসজিদে গমন করে নবীদের জামায়াতে ইমামতি করেন। তার মসজিদুল আকসায় গমনের এ ঘটনাকে কুরআনের ভাষায় 'ইসরা' বলা হয়।

সেখান থেকে তিনি 'বুরাক' নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং এ ঘটনাকে 'মেরাজ' বলা হয়। এ সফরে তার সফরসঙ্গী ছিলেন ফেরেশতা জিবরাইল (আ.)।

জিবরাইল (আ.) তাকে ঊর্ধ্বাকাশে অবস্থিত 'সিদরাত-আল মুনতাহা', বেহেশতের নদী ও ফেরেশতাদের জন্য আল্লাহর নির্ধারিত ইবাদতখানা 'বায়তুল মা’মুর' পরিদর্শন করান। এরপর তিনি মহান আল্লাহপাকের সাক্ষাৎ লাভ করেন।

বিশেষ এ দিনটিকে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটিয়ে দেন।

এর আগে, ১ জানুয়ারি (জমাদিউস সানি মাসের ২৯ তারিখ) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ভূটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন
চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
১০