ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস): চিকিৎসকদের অনুমতি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে তিনি গুলশানের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন স্টেবল। ওনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। হসপিটালে মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।
ডা. জাহিদ জানান, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের হাসপাতালের ভর্তির সংবাদ শুনেই ওনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আজ দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বিএনপি মহাসচিবকে দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। তারা কিছু সময় মহাসচিবের সাথে কথা বলেন।