সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:০৭

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রামসহ দেশের জেলা আদালতসমূহে মামলা পরিচালনার জন্য জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি দুদক প্যানেল লইয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। এরপর প্যানেল লইয়ার হিসেবে অর্ন্তভুক্ত হতে যেসব আবেদন জমা পড়ে, সেগুলো যাছাই বাছাই করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

ইতোমধ্যে হাইকোর্ট, ঢাকার আদালতসমূহ এবং চট্টগ্রামের জেলা জজ আদালতে দুদকের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) সহ প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিভাগীয় শহর ও অন্যান্য জেলা জজ আদালতেও নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী কিছুদিনের মধ্যে সেগুলোও সম্পন্ন হবে বলে দুদকের আইন শাখা আশাবাদ ব্যক্ত করেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বাসস’কে জানান, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইতোমধ্যে জেলা পিপি এবং প্যানেল লইয়ার নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের আইন শাখা প্যানেল লইয়ার নিয়োগ সংক্রন্ত সার্বিক বিষয় দেখাশোনা করছে। 

দুদক সূত্র জানায়, দুদকের দায়ের করা মামলাগুলোর বিচারকার্য পরিচালনার জন্য ঢাকায় ১৩টি আদালত রয়েছে। এর মধ্যে ঢাকায় বিশেষ জজ আদালত-১ থেকে বিশেষ জজ আদালত-১০ পর্যন্ত ১০টি, মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় স্পেশাল জজ আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজ পদাধিকার বলে সিনিয়র স্পেশাল জজ হিসেবে দুদকের মামলাগুলো পরিচালনা করে থাকেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়
ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০