সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:০৭

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্টগ্রামসহ দেশের জেলা আদালতসমূহে মামলা পরিচালনার জন্য জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি দুদক প্যানেল লইয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। এরপর প্যানেল লইয়ার হিসেবে অর্ন্তভুক্ত হতে যেসব আবেদন জমা পড়ে, সেগুলো যাছাই বাছাই করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

ইতোমধ্যে হাইকোর্ট, ঢাকার আদালতসমূহ এবং চট্টগ্রামের জেলা জজ আদালতে দুদকের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) সহ প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিভাগীয় শহর ও অন্যান্য জেলা জজ আদালতেও নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী কিছুদিনের মধ্যে সেগুলোও সম্পন্ন হবে বলে দুদকের আইন শাখা আশাবাদ ব্যক্ত করেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বাসস’কে জানান, ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইতোমধ্যে জেলা পিপি এবং প্যানেল লইয়ার নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের আইন শাখা প্যানেল লইয়ার নিয়োগ সংক্রন্ত সার্বিক বিষয় দেখাশোনা করছে। 

দুদক সূত্র জানায়, দুদকের দায়ের করা মামলাগুলোর বিচারকার্য পরিচালনার জন্য ঢাকায় ১৩টি আদালত রয়েছে। এর মধ্যে ঢাকায় বিশেষ জজ আদালত-১ থেকে বিশেষ জজ আদালত-১০ পর্যন্ত ১০টি, মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় স্পেশাল জজ আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজ পদাধিকার বলে সিনিয়র স্পেশাল জজ হিসেবে দুদকের মামলাগুলো পরিচালনা করে থাকেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০