সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার টন সার ক্রয় করবে 

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ১৯ আগস্ট ২০২৫, ২০:২৪

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার এবং ১৫ হাজার মেট্রিক টন রক সালফার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে  আজ এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো জ্বালানির দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ ছিল, কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন হিসাব-নিকাশ অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দাম বাড়ায়নি। এটা একটা ভালো দিক।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে- প্রয়োজনীয় এলএনজির সরবরাহ নিশ্চিত করা। যাতে জ্বালানির দাম বাড়ানোর জন্য আমাদের উপর কোনও চাপ তৈরি না হয়। কারণ এই ধরনের মূল্য বৃদ্ধি গ্রাহকদের পাশাপাশি শিল্পের উপরও প্রভাব ফেলতে পারে।’

অর্থ উপদেষ্টা বলেন, সরকার তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত মূল্যে এলএনজি কিনছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার।  

একই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকায় আরও এক কার্গো এলএনজি ক্রয় করবে সরকার। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৫৪ মার্কিন ডলার।

এছাড়াও, শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুযায়ী, সরকার বাংলাদেশের কাফকো থেকে  ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার, জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)’ থেকে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার  টাকায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার, মরক্কোর  ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪০ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ২৬০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং আরও একটি চালানে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে।

এছাড়াও, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে সরকার বিভিন্ন উৎস থেকে ৭১ কোটি ৪২ লাখ  ৬৪ হাজার ৭৫ টাকায় ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ ব্রাইট ইয়েলো সালফার ক্রুড সার সংগ্রহ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরে ৬৮ মণ্ডপে বিএনপি নেতার অনুদান
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : মিনু
কুমিল্লায় অটোচালক জসিম হত্যায় তিনজনের যাবজ্জীবন
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ধসে ৯১ জনের আটকা পড়ে আছে: কর্মকর্তা
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
১০