সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ভূটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২০:৩২ আপডেট: : ২০ আগস্ট ২০২৫, ২০:৩৩
ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক ভূটানকে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন আলপি আক্তার।

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুই অর্ধেই ভূটানের মেয়েদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। একের পর এক আক্রমনে ভূটানের রক্ষনভাগকে ব্যস্ত রেখেছিল অর্পিতা বিশ্বাসের দল। 

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ভূটান এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। সোনাম কুয়েনদেনের দূর্বল শট আটকাতে গিয়ে কিছুটা এলোমেলো করে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে বলটি আটকান তিনি।

৩৩ মিনিটে কর্ণার থেকে মোমিতা খাতুনের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ভূটানের এক ডিফেন্ডার। ৪০ মিনিটে উম্মে কুলসুমের জোড়ালো শট কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ভূটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। তার আগে ডানদিক থেকে মামনি চাকমার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ওয়াংমো। ৪২ মিনিটে সুরভি আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আরিফার ক্রস ডিবক্সের মধ্যে ওয়াংমো এগিয়ে এসে ধরতে ব্যর্থ হলে প্রীতির গায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। 

দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপি জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন (২-০)। ৬০ মিনিটে ডানদিক থেকে একটি শট মেঘলা রানী রুখে দিলে ফিরতি বল জালে জড়ান রিনজিন ডেমা (২-১)। ৬৪ মিনিটে কর্ণার থেকে আলপি নিজের দ্বিতীয় গোল করেন (৩-১)। 

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ : মেঘলা রানী রায় (গোলরক্ষক), অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), শিউলি রায়, আরিফা আক্তার, ক্রানুচিং মার্মা, মামনি চাকমা, উম্মে কুলসুম, আলপি আক্তার, থুইনু মার্মা, মোসা: মোমিতা খাতুন, সুরভি আকন্দ প্রীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০